আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সোমবার সকাল ১০ টায় অনির্বাণ লাইব্রেরির উদ্যোগে ‘মনিরউদ্দীন অনির্বাণ বৃত্তি-২০২২’ পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তির অর্থ এবং বিগত বছরের ন্যায় এবারও তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু।
নিম্নে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের নাম ও বৃত্তি পরিক্ষায় উত্তীর্ণদের নামের তালিকা:
প্রাপ্ত স্কুল :
১. মাহমুদ কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২. দক্ষিণ সোনাতন কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩. হরিঢালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ( পোদ্দার পাড়া)।
মনিরউদ্দীন অনির্বাণ বৃত্তি-২০২২’ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা :
১. জয় দাশ- আর,কে,বি,কে,হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশন- শ্রেণি : দশম।
২.ফাহমিদা ফাইজা ফারাহ- কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়-শ্রেণি: দশম।
৩. আজারুল ইসলাম-শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি : দশম।
৪. শেখ সামিউল আসলাম- শাহজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি : দশম।
৫. স্বপ্নীল সিয়াম – শাহজাতপুর ইউসূফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি:দশম।
৬. মোঃ মাহমুদুল হাসান- ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি: দশম।
৭. প্রত্যয় সাধু- কপিলমনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ- শ্রেণী:নবম।
৮. মুন্সি রিয়াদ হোসেন-কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ- শ্রেণী: নবম।
৯. বৃষ্টি ঘোষ- হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি:দশম।
১০. আকাশ নন্দি,উলুডাঙ্গা,রহিমপুর,
সোনাতনকাটি, হরিদাসকাটি, হাইস্কুল – শ্রেণি: নবম।
১১. হুমাইরা আখতার অহনা, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়- শ্রেণি:দশম।
১২. জান্নাতুল ফেরদৌস- আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি: দশম।
১৩. লাবণ্য মন্ডল- লক্ষ্ণীখোলা কলেজিয়েট স্কুল- শ্রেণি:দশম।
১৪. মন্দিরা দেবনাথ- কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়- শ্রেণী: নবম।
১৫. মো: আরাফাত হোসেন (হামিম)- হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি: দশম।
১৬. শামীমা খাতুন- হরিঢালী ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি:দশম।
১৭. শাহিরা তাসনিম (ঐশী)- আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি:দশম।
১৮. মো: নয়ন ইসলাম গাজী- কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ- শ্রেণি:দশম।
১৯. আঁখি গাইন-লক্ষ্ণীখোলা কলেজিয়েট স্কুল-শ্রেণি: নবম।
*** উল্লেখ্য অনির্বাণের বৃহৎ দাতা সদস্য এ পি এস গ্রুপের চেয়ারম্যান জনাব হাসিব উদ্দীন ও মনিরউদ্দীন কল্যাণ ট্রাস্টের সহায়তায় অনির্বাণ লাইব্রেরির মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়।
কৃতজ্ঞতা প্রকাশ করছি অনির্বাণের অন্যতম দাতা সদস্য জনাব হাসিব উদ্দীনএবং মনিরউদ্দীন কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জনাব হায়াতূজ্জামান মুকুলের প্রতি।