আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সোমবার সকাল ১০ টায় অনির্বাণ লাইব্রেরির উদ্যোগে ‘মনিরউদ্দীন অনির্বাণ বৃত্তি-২০২২’ পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তির অর্থ এবং বিগত বছরের ন্যায় এবারও তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু।
নিম্নে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের নাম ও বৃত্তি পরিক্ষায় উত্তীর্ণদের নামের তালিকা:
প্রাপ্ত স্কুল :
১. মাহমুদ কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২. দক্ষিণ সোনাতন কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩. হরিঢালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ( পোদ্দার পাড়া)।
মনিরউদ্দীন অনির্বাণ বৃত্তি-২০২২’ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা :
১. জয় দাশ- আর,কে,বি,কে,হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশন- শ্রেণি : দশম।
২.ফাহমিদা ফাইজা ফারাহ- কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়-শ্রেণি: দশম।
৩. আজারুল ইসলাম-শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি : দশম।
৪. শেখ সামিউল আসলাম- শাহজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি : দশম।
৫. স্বপ্নীল সিয়াম – শাহজাতপুর ইউসূফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি:দশম।
৬. মোঃ মাহমুদুল হাসান- ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি: দশম।
৭. প্রত্যয় সাধু- কপিলমনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ- শ্রেণী:নবম।
৮. মুন্সি রিয়াদ হোসেন-কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ- শ্রেণী: নবম।
৯. বৃষ্টি ঘোষ- হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি:দশম।
১০. আকাশ নন্দি,উলুডাঙ্গা,রহিমপুর,
সোনাতনকাটি, হরিদাসকাটি, হাইস্কুল – শ্রেণি: নবম।
১১. হুমাইরা আখতার অহনা, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়- শ্রেণি:দশম।
১২. জান্নাতুল ফেরদৌস- আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি: দশম।
১৩. লাবণ্য মন্ডল- লক্ষ্ণীখোলা কলেজিয়েট স্কুল- শ্রেণি:দশম।
১৪. মন্দিরা দেবনাথ- কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়- শ্রেণী: নবম।
১৫. মো: আরাফাত হোসেন (হামিম)- হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি: দশম।
১৬. শামীমা খাতুন- হরিঢালী ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি:দশম।
১৭. শাহিরা তাসনিম (ঐশী)- আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়- শ্রেণি:দশম।
১৮. মো: নয়ন ইসলাম গাজী- কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ- শ্রেণি:দশম।
১৯. আঁখি গাইন-লক্ষ্ণীখোলা কলেজিয়েট স্কুল-শ্রেণি: নবম।
*** উল্লেখ্য অনির্বাণের বৃহৎ দাতা সদস্য এ পি এস গ্রুপের চেয়ারম্যান জনাব হাসিব উদ্দীন ও মনিরউদ্দীন কল্যাণ ট্রাস্টের সহায়তায় অনির্বাণ লাইব্রেরির মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়।
কৃতজ্ঞতা প্রকাশ করছি অনির্বাণের অন্যতম দাতা সদস্য জনাব হাসিব উদ্দীনএবং মনিরউদ্দীন কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জনাব হায়াতূজ্জামান মুকুলের প্রতি।
Recent Comments