অনির্বাণ এর সম্মানিত অন্যতম দাতা সদস্য আয়ারল্যান্ড প্রবাসী হবিগঞ্জের শামীম সাহেবের একটি মন্তব্য আপনাদের সকলের জ্ঞাতার্থে পোস্ট করছি। অস্তিত্বের সঙ্কটে থাকা প্রতিবন্ধী পরিবার গুলির মাঝে আগামী সপ্তাহ থেকে তিনি খাদ্যসহায়তা শুরু করতে চান। আমার মনে হয় এই দুঃসময়ে একান্ত কার্যকর এবং জরুরি একটি পদক্ষেপ। এই কর্মসূচির সাথে যারা যুক্ত হতে চান তাদের অনুদান সাদরে গৃহীত হবে এবং বরাবরের ন্যায় স্বচ্ছতার সাথে সেই অর্থের ব্যবহার নিশ্চিত করা হবে। অনির্বাণ ছাত্র সংসদের সভাপতি এবং প্রতিবন্ধী বিষয়ক কার্যক্রমের সমন্বয়কারী বিপ্লবের বিকাশ নাম্বারে(০১৩১৩৫০৭৮৮৮) অনুদানের অর্থ পাঠাতে পারেন। আপনার পরিচয় এবং পাঠানো অর্থের পরিমাণ অবশ্যই মেসেজ দিয়ে জানিয়ে দিবেন। শামীম সাহেবকে ধন্যবাদ।

 

একটি পোস্টে করা তার মন্তব্য হুবহু তুলে ধরা হলো:

” Congratulations and best wishes for everyone. If every member of this group sincerely like do something together I think it will be very easy for us to do.

I am requesting if Onirban can distribute food items every month regularly among the disabled family from protibondi Soyayota fund? I would contribute together with everyone. You can start with small no of families like 10 even and gradually increase the amount base on the donations.

Any donation that we give to the Poor if even it is a small amount it’s like by Allah SWT. It is important we should continue helping regularly.

Please save some money every month and donate this money even if it is very small amount helping disabled families by food items it would be great. You actually will help Onirban to bring smile to the disadvantaged disabled families in our society.

Remember Allah help those who help others in need.”