অনির্বাণ লাইব্রেরির উদ্যোগে এবং প্রান আর এফ এল Group এ সহযোগিতায় লাইব্রেরির নিজস্ব মিলনায়তনে ৩টি জেলার ৮ টি উপজেলার ২৫ জন মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়। অনির্বাণ নারী সহায়তা সেলের সভাপতি কবরী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার জনাব এস এম শফিউল্লাহ, বিপিএম,বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা সরকারী কলেজের অধ্যক্ষ মিহির বরন মন্ডল,অনির্বাণের কার্যকারী কমিটির সভাপতি অধ্যাপক কালিদাস চন্দ্র চন্দ্র , অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান মোড়ল,কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, তালা মহিলা কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, পাইকগাছা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড অজিত কুমার মন্ডল,বর্তমান সভাপতি জি এম আ: ছাত্তার,কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার,কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষক কবির আহম্মেদ, পাইকগাছা থানার ওসি এজাজ শফি,খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার সম্পা, হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোজাফ্ফার আহম্মেদ, হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার, অনির্বাণের আজীবন সদস্য প্রভাষক তাপস সাধু ,কপিলমুনি প্রেসক্লাবের সাধারন সম্পাদকআব্দুর রাজ্জাক রাজু, সহ বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক বৃন্দ,গনমাধ্যম কর্মী।