২০ নভেম্বর ২০২৩ খ্রিঃ, অনির্বাণ লাইব্রেরী প্রাঙ্গনে ঢাকা ব্যংকের অর্থায়নে এবং পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনায় ৫০০ প্রান্তিক কৃষকদের মধ্যে প্রায় ৪২ লক্ষ টাকার কৃষিসামগ্ৰী বিতরণ করা হয়।
ঢাকা ব্যাংক ও পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড এর উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে অনির্বাণ লাইব্রেরীর উপদেষ্টা কমিটির সাধারণ সম্পাদক গনেশ ভট্টাচার্য; প্রক্তন কার্যকরী সভাপতি ও অবঃ শিক্ষক সমীরণ দে; লাইব্রেরীয়ান মোঃ আলমগীর হোসেন এবং পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মানিক ভদ্র-প্রমুখ উপস্থিত ছিলেন।
অনির্বান লাইব্রেরী সন্মানিত অতিথিবৃন্দ এবং দাতা সংস্থা ঢাকা ব্যাংক এবং পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড কতৃপক্ষের নিকট গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।