গত ১৭-৫-২০২৪ তারিখ দিনব্যাপী অনির্বাণ লাইব্রেরির আরও একটি মডেল অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান সফল করতে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা । বিশেষ করে শ্রদ্ধেয়  ডি আই জি জয়দেব কুমার ভদ্র স্যারের সফরসঙ্গী ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা,যশোর, সাতক্ষীরা সহ আগত অতিথিদের। সকাল থেকে উৎসব মুখর পরিবেশ ছিল অনির্বাণ ভবন, অনির্বাণ ময়দান সহ পুরো গ্রাম। অক্লান্ত পরিশ্রম করেছেন অনির্বাণের সকল কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক টিম। অনুষ্ঠান আলোকিত করেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য, অবসরপ্রাপ্ত এডিশনাল আই জি পি,কে এম পি কমিশনার স্ব স্ত্রীক, খুলনা জেলা পুলিশ সুপার, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার,এ ডি এম খুলনা, কাস্টম কর্মকর্তা,যুগ্ম কর কমিশনার, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার, পাইকগাছা থানার ওসি, সাংবাদিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। এগারো জন নারীকে সেলাই মেশিন বিতরণ করায় ধন্যবাদ জানাই অনির্বাণ নারী সেলের প্রতি । ধন্যবাদ জানাই কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও অনির্বাণ সাংস্কৃতিক একাডেমিকে । বিশেষ করে অনির্বাণের সাংস্কৃতিক সম্পাদক গৌরাঙ্গ বিশ্বাস ও মাধব মন্ডলকে। সর্বোপরি অনির্বাণের অন্যতম প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয়  জয়দেব কুমার ভদ্র স্যারের  প্রতি অশেষ কৃতজ্ঞতা এমন একটি আয়োজনের উদ্যোগ নেয়ার জন্য ‌। ধন্যবাদ জানাই জাস্টিস এ্যন্ড কেয়ারের প্রতি। যাদের অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় দেশের জনপ্রিয় ব্যান্ড নকশী কাঁথার অসাধারণ পারফর্ম এলাকাবাসী উপভোগ করলো। এভাবে একের পর এক মডেল কার্যক্রমের মধ্য দিয়ে দেশ ছেড়ে দেশের বাইরে আলো ছড়াচ্ছে সকলের প্রিয় প্রতিষ্ঠান অনির্বাণ।