১২/১১/২০২১ খ্রীঃ বিকাল ৪টায় অনির্বাণ লাইব্রেরির নিজস্ব মিলনায়তনে অনির্বাণের উপদেষ্টা কমিটি, কার্যকরী কমিটি সহ সকল কমিটির সমন্বিত এক জরুরি মিটিং অনুষ্টিত হয়।সভায় অনির্বাণের বিগত দিনের বিশেষ করে করোনাকালীন বিভিন্ন কার্যাবলী সম্পর্কে আলোকপাত ও আগামী দিনের কার্যক্রম সম্পর্কে একটি ফলপ্রসু আলোচনা হয়। অনির্বাণের বই পড়া আন্দোলন ও সমাজ সেবামূলক কার্যক্রম আরো গতিশীল করার ব্যাপারে গুরুত্বপূর্ন আলোচনা হয়।
সভা আলোকিত করেন অনির্বাণ লাইব্রেরির কার্যকরী কমিটির সম্মানীত সভাপতি অধ্যাপক কালিদাস চন্দ্র চন্দ্র স্যার। স্যার দীর্ঘদিন অসুস্হ্য থাকার পর আজকের মিটিংয়ে হাজির হন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি স্যার যেনো পরিপূর্ণ সুস্হ্য হয়ে অনির্বাণের প্রতিটি কার্যক্রমে আগের মতো অংশ গ্রহন করে সঠিক পথ নির্দেশনা দিতে পারেন, যাহাতেঅনির্বাণের কার্যক্রমকে আরো বেগবান হয়।
Recent Comments