“সুশাসন প্রতিষ্ঠায় লাইব্রেরির অংশীদারিত্ব” এ বিষয়ে খুলনা বিভাগের সকল লাইব্রেরির সমন্বয়ে ১৫-১১-২০২১ ইং তারিখ রোজ সোমবার বিকাল ৫ টায় জুম মিটিং অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের গণগ্রন্থাগারের সম্মানিত উপ -পরিচালক জনাব ড.মোঃ আহসান উল্যাহ স্যারের সভাপতিত্বে এই মিটিং টি পরিচালিত হয়। অনির্বাণ লাইব্রেরির পক্ষে মিটিংয়ে অংশগ্রহণ করেন লাইব্রেরির সম্মানিত সভাপতি অধ্যাপক কালিদাস চন্দ্র চন্দ্র এবং সম্মানিত সাধারণ সম্পাদক প্রভাত কুমার নাথ।
“সুশাসন প্রতিষ্ঠায় লাইব্রেরির অংশীদারিত্ব”
by Alamgir Hossen | Nov 15, 2021 | News, Notice, Ongoing Activity | 0 comments

Recent Comments