¶ ঢাকা মহানগর কলেজের অধ্যাপক সুমগ্ন রশীদ কর্তৃক তার প্রয়াত পিতার স্মৃতিবিজড়িত প্রায় তিনশত বই দান,

¶ সালেহা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বড় ভাই নজরুল ইসলাম কর্তৃক তিন শতাধিক পাঠ্য বই ও সহায়ক বই প্রদান।

¶ইসলামিক ফাউন্ডেশন থেকে এক লক্ষ টাকার বই প্রাপ্তি,

¶মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঁচশত বই প্রাপ্তি,

¶রাইটস যশোরের কর্ণধার বিনয় মল্লিক কর্তৃক ২৬৮ টি ইংরেজি বই প্রদান

¶সাতক্ষীরার শহীদ স্মৃতি কলেজের অধ্যাপক এবং অনির্বাণের আজীবন সদস্য তপন ঘোষ কতৃক একটি কম্পিউটার প্রদান,

¶এবং সর্বশেষ বন্ধুবর অমিত রঞ্জন দে কর্তৃক ১৬৯ টি বই প্রেরণ।

¶ এর বাইরেও অতিরিক্ত কর কমিশনার অরুণ কুমার বিশ্বাস, সাংবাদিক শ্যামল সরকার, আব্দুল্লাহ আল মামুন এবং আয়েশা আক্তার সহ আরো কয়েকজন বই পাঠিয়েছেন।

¶ মধ্যযুগের বাংলা সাহিত্য গুলি সংগ্রহের কাজও কিছুটা এগিয়েছে।

¶ এই সময়ে অনির্বাণ সাহিত্য সাময়িকী অনলাইনে প্রকাশিত হয়েছে, যেটা দ্রুতই ছাপার অক্ষরে আসবে।

¶ শুধুমাত্র শ্রেণিকক্ষে পাঠ্য বইয়ের জন্য দুইটি পৃথক কক্ষের প্রস্তুতির কাজ চলছে।

¶ অগ্নিদগ্ধ শিশু মারিয়ার চিকিৎসা আমরা করতে পেরেছি।

¶ সংগ্রামী মায়েদের জন্য সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

¶ করোনা এবং ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় ত্রিশ লক্ষ টাকার সমপরিমাণের ত্রাণ তৎপরতা পরিচালিত হয়েছে। এরমধ্যে পেট্রোকেম বাংলাদেশ থেকে আমরা পেয়েছি প্রায় ৫০০০ কেজি আমন ধানের বীজ, যার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

¶ অনির্বাণের অবকাঠামোগত উন্নয়নের কাজ এগিয়ে চলেছে।

¶ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে অনির্বাণের যোগসুত্র স্থাপিত হয়েছে।

¶¶ তবে সবচেয়ে বড় সুসংবাদ হল বেসরকারি লাইব্রেরী হিসাবে প্রথম শ্রেণীর মর্যাদা প্রাপ্তি। সংস্কৃতি মন্ত্রণালয়ের এই স্বীকৃতি আমাদের জন্য খুব আনন্দের এবং উৎসাহ ব্যঞ্জক।

এসব লক্ষ্য অর্জনে যারা কাজ করেছেন, যারা সহায়তা করেছেন, যারা আমাদের উপর আস্থা স্থাপন করেছেন- সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আরও দীর্ঘ পথ পাড়ি দিতে চাই। এই দীর্ঘ অভিযাত্রায় সব সময় আপনাদের সংগ, সহায়তা ও সমর্থন আরও জোরালোভাবে পাবো এই প্রত্যাশা করছি। সকলে ভাল থাকুন।