অনির্বাণ লাইব্রেরী ফেসবুক Group a সম্মানিত সকল সদস্য কে ধন্যবাদ জানাচ্ছি অনির্বাণের কার্যক্রমে আপনার অবদানের জন্য। আমার মনে হয় এখন সময় এসেছে অনির্বাণ এর সাংগঠনিক কাঠামোর সাথে আপনাদের সরাসরি যুক্ত হওয়ার। অনির্বাণ এর সদস্যপদ গ্রহণের জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। অনির্বাণ এর সদস্যপদ দুই ধরনের, ১) সাধারণ সদস্য পদ এবং ২)আজীবন সদস্য পদ। এর বাইরে আমাদের দাতা সদস্য রয়েছেন, যারা আজীবন সদস্য পদের জন্য নির্ধারিত অংকের চেয়ে বেশি পরিমাণ অনুদান প্রদান করে থাকেন। সাধারণ সদস্য পদের জন্য নির্ধারিত ফি ১০০০ টাকা এবং বার্ষিক চাঁদা দুইশত টাকা। আজীবন সদস্য পদের জন্য নির্ধারিত ফি ২০ হাজার টাকা এক্ষেত্রে কোন বার্ষিক চাঁদা নাই। ***আজীবন সদস্য এবং দাতা সদস্যগন লাইব্রেরীর গেস্টরুম, হলরুম ও অন্যান্য সুবিধা ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার এবং ক্ষেত্রবিশেষে আর্থিক ছাড় পাবেন। ****দেশ-বিদেশের যেকোনো জায়গা থেকে বাংলাদেশকে ভালোবাসেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এমন যে কেউ অনির্বাণ এর সদস্য হতে পারবেন। অনির্বাণ লাইব্রেরি ওয়েবসাইট থেকেও বিষয়ে জানতে পারবেন। ওয়েবসাইটের এড্রেস: www.anirbanlibrary.com.bd। সদস্য হওয়ার জন্য নির্ধারিত ফি অনির্বাণের ব্যাংক একাউন্ট অথবা সাধারণ সম্পাদকের বিকাশ নম্বরে প্রেরণ করতে পারবেন। টাকা প্রেরনের পর সাধারণ সম্পাদকের মোবাইল নাম্বারে আপনার নাম এবং পাঠানো টাকার পরিমাণ উল্লেখ করলেই হবে। **যারা ইতিমধ্যেই ফরমটি পূরণ করেছেন তাদের আর নতুন করে ফরম পূরণের প্রয়োজন নাই। তারা শুধুমাত্র সদস্য পদের নির্ধারিত অর্থ প্রেরণ করে সাধারণ সম্পাদক কে নাম -ঠিকানাঅবহিত করলেই হবে যারা অনির্বাণ লাইব্রেরির কাছাকাছি অবস্থান করছেন, তারা সরাসরী লাইব্রেরীতে যেয়ে ফরম পূরণ করে এবং নির্ধারিত ফি দিয়ে সদস্য হতে পারবেন। একজন সদস্য হিসেবে আপনার অনির্বাণ লাইব্রেরির কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদে অংশগ্রহণের সুযোগ থাকবে। নিচে অনির্বাণ লাইব্রেরির ব্যাংক একাউন্ট এবং সাধারন সম্পাদক প্রভাত দেবনাথের মোবাইল ও বিকাশ নাম্বার উল্লেখ করা হলো:। **অনির্বাণ লাইব্রেরি হিসাব নম্বর ০১০০০৪৫৫৩৭০২৬, জনতা ব্যাংক কপিলমুনি বাজার শাখা, খুলনা। প্রভাত দেবনাথ-০১৭২৭০৩৯৩৬৬(বিকাশ ও ব্যক্তিগত নাম্বার একই) .