অনির্বাণ লাইব্রেরি ও এলাকার যুবকদের যৌথ উদ্যোগে উদ্বোধন হল ” অনির্বাণ কপোতাক্ষ ফার্ম”। ফার্মটির শুভ উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বাবু বিঞ্চুপদ বিশ্বাস। বর্তমান সময় বৈশ্বিক মহামারিতে দেশের অর্থনীতি যখন ধ্বংসের দিকে ঠিক সে সময় এলাকার কিছু উদ্যমী যুবক গাভী পালন, ছাগল পালন, মৎস্য চাষ, হাঁস, মুরগি চাষ সহ কৃষি কাজে উদ্যোগ গ্রহন করেছে। যুবকদের এ কাজে অনির্বাণ লাইব্রেরি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
শুভ উদ্বোধন “অনির্বাণ কপোতাক্ষ ফার্ম”
by Alamgir Hossen | Aug 4, 2020 | News, Notice, Ongoing Activity | 0 comments
Recent Comments