ঢাকা কলেজে ভর্তি হওয়া সিরাজগঞ্জের মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী দুই দরিদ্র ছাত্র জিসান ও রবিনকে সহায়তার জন্য কালের কণ্ঠ সহ কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল। অনির্বাণেও আমরা সহায়তা চেয়ে পোস্ট দিয়েছিলাম। দুঃখজনকভাবে কোন কর্পোরেট সংস্থা অথবা ধনী ব্যক্তি এককভাবে দায়িত্ব গ্রহণ করেননি। তাই আমাদের ক্ষুদ্র সামর্থ্য গুলিকে একত্রিত করে ওদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অনির্বাণের সম্মানিত প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় জয়দেব কুমার ভদ্র ( ডিআইজি বাংলাদেশ পুলিশ, হেডকোয়াটার্রস, ঢাকা)। দুজনের প্রত্যেককে প্রতিমাসে ৪০০০ করে মোট ৮০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। সেই সিদ্ধান্তে ওদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছিলেন অনির্বাণের চারজন সম্মানিত সদস্য সুরজিত চক্রবর্তী, সরোয়ার হামিদ জেবু, সুমন নাথ ও ফৌজিয়া রহমান মিঠুন। সেই থেকে প্রতি মাসে তাদের কে ৮০০০ টাকা পাঠানো হয়।  তাদের শুভ কামনা জানাতে ও খোজ খবর নিতে ঢাকা কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের ৩২৬ নং রুমে যান জনাব এরশাদুল হক লায়ন(যুগ্ম সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়), শ্রদ্ধেয় জয়দেব কুমার ভদ্র , সুরজিত চক্রবর্তী দাদা, সরোয়ার হামিদ জেবু ভাই ও হাসান বশির । সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা।