অসুস্থ মারিয়ার পাশে আবারও অনির্বাণ। অনির্বাণের উপদেষ্টা জনাব হাসিব উদ্দিন এর সহায়তায় আরও ২০ হাজার টাকা আজ অসুস্থ মারিয়ার পিতা-মাতার কাছে পৌঁছে দেওয়া হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। মারিয়ার অবস্থা এখন অনেকটাই ভালো। গতকাল তার গ্রাফটিং হয়েছে, অর্থাৎ শরীরের অন্য অংশ থেকে ত্বক সংগ্রহ করে শরীরের মধ্য এবং নিন্ম অংশে সংযোজন করা হয়েছে। সকলেই শিশুটির সুস্থতার জন্য দোয়া করবেন, অনুগ্রহ করে।
Recent Comments