তাসনুভা-শামীম ফাউন্ডেশন ও অনির্বাণ লাইব্রেরির যৌথ উদ্যোগে ,ভবঘুরে ,মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধীদের পুন:বাসন কার্য্যক্রমের শুভ উদ্বোধন  পাইকগাছা থানা চত্বরে অনুষ্ঠিত হয়। অধ্যাপক কালিদাশ চন্দ্র চন্দ্রের সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার জনাব এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, এসময় একজন ভবঘুরে মহিলা ও একজন মানসিক প্রতিবন্ধী  পুরুষকে পুন:বাসনে নিয়ে যাওয়ার পূর্বে এ কার্য্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফি,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী আহসান,অনির্বাণ লাইব্রেরির উপদেষ্ঠা সমীরন দে,সহ সভাপতি বাসুদেব রায়, হরিঢালী পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির,দৈনিক ইত্তেফাক পত্রিকার পাইকগাছার প্রতিনিধি শফিউল ইসলাম শফি, সাংস্কৃতিক সম্পাদক গৌরাঙ্গ বিশ্বাস, সদস্য বাসুদেব ভদ্র,ওয়ার্ড মেম্বর কুমারেশ দে,অর্থ সম্পাদক রাজিব গাঙ্গুলী, ক্রীড়া সম্পাদক দীপংকর ভদ্র,তপন দেব নাথ, ছাত্র সংসদের সভাপতি বিপ্লব মন্ডল, শেখ জহিরুল ইসলাম,মো: ইউনুচ আলী,মো: জনি ,সংলাপ দেব নাথ প্রমুখ।