প্রতি বছরের ন্যায় অনির্বাণ লাইব্রেরির উদ্যোগে এবারও আগামী ৩১শে জানুয়ারি ২০২০ শুক্রবার সকাল ১০টায় “মনিরুদ্দীন অনির্বাণ” বৃত্তি প্রদান উপলক্ষে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক হায়াতুজ্জামান মুকুল এর পিতা বীর মুক্তিযোদ্ধা মৃতঃ মোঃ মনিরুদ্দীন এর নামে এ বৃত্তির অর্থ প্রদান করা হবে । অনির্বাণ লাইব্রেরির বহুমূখী কার্য্যক্রমের মধ্যে বৃত্তি প্রদান একটি উল্লেখযোগ্য কার্যক্রম ,আর এ লক্ষ্যে গত ৮ নভেম্বর ২০১৯ পাইকগাছা ও তালা উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে “নীল সাগর অনির্বাণ” বৃত্তি এবং গত ফেব্রুয়ারি ২০১৯ মাসে মনিরুদ্দিন অনি্র্বাণ বৃত্তি প্রদান করা হয়। এ সময় প্রতি ছাত্র-ছাত্রীকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। এবার ও আগামী ৩১ শে জানুয়ারি ২০২০ পাইকগাছা ও তালা উপজেলার ২৫টি মাধ্যমিক স্কুলের ৯ম ও ১০ম শ্রেণীর ১ম ও ২য় স্থান অধিকারী এ পরীক্ষায় অংশ গ্রহন করবে। ১০০ মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মুজিব বর্ষ উপলক্ষে এবার প্রশ্ন হবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনীর উপর। নিয়মানুযায়ী যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করবে তাদের কে নির্বাচিত স্কুলের প্রধান শিক্ষকের নিকট যোগাযোগ করার অনুরোধ জানানো হল। বৃত্তির অর্থ এবং ক্রেস্ট অাগামী ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে এবং নির্বাচিতদের নামের তালিকা প্রধান শিক্ষকের নিকট যথা সময়ে পাঠানো হবে।
“মনিরুদ্দীন অনির্বাণ” বৃত্তি প্রদান
by admin | Jan 21, 2020 | News, Notice, Ongoing Activity | 0 comments
![“মনিরুদ্দীন অনির্বাণ” বৃত্তি প্রদান](https://anirbanlibrary.com.bd/wp-content/uploads/2020/01/82345232_1449656911876605_7439345482268147712_n.jpg)
Recent Comments