শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে অনির্বাণ লাইব্রেরি তিনটি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ৬০০ শত স্কুল ড্রেস ও মাধ্যমিক পর্যায়ে ১৯ জন শিক্ষার্থীর মাঝে ১ লক্ষ টাকা বৃত্তি প্রদান করে। অনির্বাণ লাইব্রেরির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে অধ্যাপক কালিদাস চন্দ্র চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা- ৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম,সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ- পরিচালক জনাব হায়াতুজ্জামান মুকুল। এছাড়াও দুটি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক বৃন্দ, সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অনির্বাণের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ পি এস গ্রুপের চেয়ারম্যান জনাব হাসিব উদ্দিন ও মনির উদ্দীন কল্যান ট্রাস্টের ট্রাস্টি জনাব হায়াতুজ্জামান মুকুল বিগত বছরের ন্যায় এ বছরও ড্রেস গুলি ও বৃত্তির অর্থ প্রদান করে।
মনিরউদ্দীন অনির্বাণ বৃত্তি-২০২২ প্রদান ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস বিতরণ।
by Alamgir Hossen | Mar 4, 2022 | News, Notice, Ongoing Activity | 0 comments
Recent Comments