অনির্বাণ লাইব্রেরি বাউল শিল্পীদের সহায়তার জন্য ইতিপূর্বে একটি ছোট্ট কর্মসূচি গ্রহণ করেছিল। এইজন্য অনির্বাণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীদের নাম সংগ্রহ করে তাদের মধ্য থেকে সঠিক যাচাই বাছাইয়ের মাধ্যমে হবিগঞ্জ ও সুনামগঞ্জ থেকে পাঁচজন , খুলনা থেকে চারজন, নেত্রকোনা থেকে তিনজন, মৌলভীবাজার ও সাতক্ষীরা থেকে একজন করে মোট ১৯ জনকে এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জের দুটি প্রতিষ্ঠানকে অনির্বাণ ক্ষুদ্র সহায়তা প্রদান করে। আজ ১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায় অনির্বাণের অফিস কক্ষ হইতে কর্মকর্তাদের উপস্থিতিতে সহায়তার টাকা পাঠানো হয়।এসময় খুলনা ও সাতক্ষীরা জেলার বাউল শিল্পী বিনয় বিশ্বাস ও নিতাই চন্দ্র দে স্ব শরিরে উপস্থিত হয়ে সহায়তার টাকা গ্রহন করেন এবং বাকি টাকাগুলি মোবাইল বিকাশের মাধ্যমে প্রেরন করা হয়।
বাউল শিল্পীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
by Alamgir Hossen | Oct 2, 2021 | News, Notice, Ongoing Activity | 0 comments
Recent Comments