জাতি একটি দূর্যোগময় পরিস্থিতির সম্মুখীন। বর্তমানে করোনা পরিস্থিতি এত ভয়ঙ্কর রুপ ধারন করতে চলেছে যে আগামিতে ডাক্তার , হাসপাতাল সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংকট দেখা দিতে পারে। আর এটা মোকাবেলা করতে হলে গনসচেতনতা সৃষ্টিই একমাত্র হাতিয়ার।অনির্বাণ লাইব্রেরির প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক বিগত দিনে করোনা, বুলবুল,আম্ফান সহ বিভিন্ন দূর্যোগকালিন সময়ে অসহায় মানুষের পাশে দাড়িয়ে শ্রেষ্ঠত্বের প্রমান দিয়েছে। আর এবারও তার ব্যাতিক্রম নয়, অনির্বাণের স্বেচ্ছাসেবকরা প্রতিজ্ঞাবদ্ধ, জীবন বাজি রেখে তারা এ ভয়াবহ দূর্যোগের মোকাবেলা করতে চায়। আর এ লক্ষে গত ৩১ মার্চ হতে এলাকার বিভিন্ন পাড়া, মহল্লা,বাজার,ঘাটে মাস্ক ,স্যানিটাইজার বিতরন,সরকারের ১৮ দফা সহ স্বাস্থ্য সচেতনতামুলক প্রচার কার্য়ক্রম শুরু করা হয়েছে। অামাদের এ কার্য্যক্রম অব্যাহত থাকবে। অনির্বাণের সাথে সংশ্লিষ্ট সকলকে বিগত দিনের মত সকল কার্য্যক্রমে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।

অনুরোধক্রমে: প্রভাত দেবনাথ – সাধারন সম্পাদক । অনির্বাণ লাইব্রেরি।