দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক ”প্রথম আলো” আজ প্রকাশিত অনির্বাণকে নিয়ে চমৎকার একটি প্রতিবেদন ছাপিয়েছে। ‘ছুটির দিনে’ ১০ নং পাতায় পত্রিকাটির খুলনার প্রতিবেদক, অনির্বাণের শুভাকাঙ্খি শেখ আল এহসান কপোতাক্ষের তীরে মফস্বলের একটি প্রতিষ্ঠানটিকে তার লেখার মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেছেন তার জন্য তাকে অনির্বাণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানায়। তিনি ২০১৬ সালে উক্ত পত্রিকার প্রথম পাতায় “বদলে দিল গ্রাম” শিরোনামে একটি প্রতিবেদন ছাপিয় সারা বিশ্বে অনির্বাণের প্রচারে বড় ভুমিকা রেখেছিল। আমরা অনির্বাণ পরিবার তার ও তার পরিবারের এবং পত্রিকাটির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
বইয়ের আলোয় বদলে গেছে গ্রাম
by Alamgir Hossen | Oct 10, 2020 | News, Notice, Ongoing Activity | 0 comments

Recent Comments