তাসনুভা – শামীম ফাউন্ডেশন , জনাব আইউব আলী মোড়ল এবং অনির্বাণ লাইব্রেরির অর্থায়নে ও আয়োজনে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে তিন শতাধিক প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণ লাইব্রেরির সম্মানীত দাতা ও উপদেষ্টা, ইউনিমেড ইউনিহেলথ ঔষধ কোম্পানীর স্বনামধন্য জি এম জনাব আইউব আলী মোড়ল , ঢাকাস্থ পাইকগাছা সমিতির সভাপতি জনাব সাঈদ হোসেন প্রমুখ। প্রতিবছরের মতো এবারও এমন মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি তাসনুভা শামীম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব সাগর আহমেদ শামীম সাহেব ও জনাব আইউব আলী মোড়লের প্রতি