অনির্বাণ এর উদ্যোগে নির্মিত মাহমুদকাটি জামে মসজিদের মুয়াজ্জিনকে আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য- যুক্তরাষ্ট্র ভিত্তিক হবিগঞ্জের নাগরিকদের সামাজিক সংগঠন “হৃদ্যতা”।
প্রতিমাসে মুয়াজ্জিনকে ১৫০০ টাকা আর্থিক সহায়তা এবং পবিত্র রমজান মাসে প্রতিদিন ২০০ টাকার ইফতার সামগ্রী মসজিদে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এজন্য এক বছরের প্রয়োজনীয় অর্থ তারা ইতিমধ্যেই অনির্বাণে প্রেরন করেছেন।
আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি হৃদ্যতার কর্ণধার:
১. হাবিবুর রহমান শাহিন(যুক্তরাজ্য)
২. বদরুল আলম শাহীন(যুক্তরাষ্ট্র)
৩.মীরআবুল বাশার সোহেল(যুক্তরাষ্ট্র )
৪. এনামুল হক চৌধুরী(যুক্তরাজ্য)
৫. সফিক মিয়া(যুক্তরাষ্ট্র ) ।
এবং সমন্বয়কারী অনির্বাণের উপদেষ্টা মোহাম্মদ নাহিজকে।
ছবিতে মুয়াজ্জিন সাহেবকে এমাসের টাকা গ্রহণ করতে দেখা যাচ্ছে।
Recent Comments