পাইকগাছা উপজেলায় মামুদকাটি সহ পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত প্রান্তিক ধান চাষীদের পূর্নবাসন কল্পে সোমবার ( ৬ জুলাই) সকাল ১১ টায় মামুদকাটী অনির্বাণ লাইব্রেরীর ঐকান্তিক প্রচেষ্টায় পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন হাইব্রিড ধানবীজ বিতরণ কার্যক্রম উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভার উদ্বোধক ও প্রধান অতিথির বক্ত্যব্যে আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের সার্বক্ষণিক পাশে থেকে তাদের ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি কৃষক ভাইদের উদ্দেশ্য করে বলেন বাংলাদেশের কোথাও যেন এক চিমটি জমি পড়ে না থাকে সেখানে যেন সোনার ফসল ফলে। গ্রামীণ জনপদের অর্থনৈতিক চাকা স্বচ্ছল রাখতে কৃষকদের অগ্রনী ভূমিকা রয়েছে।দক্ষিণ জনপদে অবস্থিত সোনার মাটিতে সোনার ফসল ফলিয়ে ঘরে তুলতে কৃষক ভাইদের প্রতি আহ্বান জানান। আম্ফানে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য অনির্বাণ লাইব্রেরীর মাধ্যমে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড যে উদ্যোগ গ্রহণ করেছে তা আজ প্রশংসিত। অনির্বাণ লাইব্রেরীর সভাপতি অধ্যাপক কালীদাস চন্দ্র চন্দ্রের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা আঃলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, গড়ইখালী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম, পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড প্রধান মানব সম্পদ কর্মকর্তা চৌধুরী গোলাম নুর-এ-সানি, ডেপুটি সেলস ম্যানেজার মোঃ আব্দুল হান্নান, রিজিওনাল ম্যানেজার জাকিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এগ্রোনোমি) পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড ও CORTEVA Agriscience প্রতিনিধি সেলিম আনসারী, লতা ইউপির সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন বুলু, লিপিকা ঢালী, মেহেরুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুজিত কুমার মন্ডল, অনির্বাণ লাইব্রেরীর উপদেষ্টা পরিষদের সাধারণ সম্পাদক অবঃ প্রধান শিক্ষক গনেশ চন্দ্র ভট্রাচার্য, প্রভাষক আনিছুর রহমান সরদার, ইউপি সদস্য কুমারেশ দে, মোস্তাফিজুর রহমান মিন্টু, সালাম মোড়ল, মানিক চন্দ্র ভদ্র, অসীম দেবনাথ, ব্যবসায়ী তাপস সাধু, প্রদীপ দত্ত, কপিলমুনি ফাঁড়ি পুলিশের এসআই অভিজিৎ রায় ও হরিঢালী ক্যাম্প ইনচার্জ মনিরুজ্জামান হাজরা। প্রসঙ্গত, কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড 1990 সাল থেকে কৃষি ক্ষেত্রে ব্যবহৃত উন্নত প্রযুক্তি সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে আসছে। পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড এদেশের কৃষকদের যেকোনো ধরনের দুর্যোগ বন্যার, ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদির সময় কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। আর এরই ধারাবাহিকতায় খুলনা জেলা পাইকগাছা উপজেলার মামুদকাটী অনির্বাণ লাইব্রেরীর মাধ্যমে কপিলমুনি, হরিঢালী ও লতা ইউনিয়নের ২৫ শত কৃষকদের মাঝে ৫ হাজার কেজি আমন হাইব্রিড ধানবীজ বিতরণ করেছে। সর্বপরী পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড এবং CORTEVA, agriscience কৃষকদের পুর্নবাসনের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে। যা ভবিষ্যতেও চলমান থাকবে।