অনির্বাণ দেশের বৃহত্তম গ্রামীণ লাইব্রেরি। আর খুলনা জেলায় টানা চতুর্থ বার বাংলাদেশ সরকারের ক” শ্রেনীর বেসরকারি লাইব্রেরির মর্যাদায় ভূষিত হয়েছে। এছাড়াও ইতিমধ্যে সামাজিক, সাংস্কৃতিক, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি সহ বহুমুখী একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে সমগ্র বিশ্বে পরিচিতি ও প্রশংসা লাভ করেছে। প্রতিষ্ঠানের জুলাই মাসের আগামী কর্মসূচি: ১. ২৯ জুলাই বিকাল ৫ টায় অনির্বাণের সম্মানিত দাতা সদস্য জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার মরহুম আলহাজ্ব ফজলে রাব্বী মিয়ার স্মরনে শোক সভা। ২. একই দিন সন্ধ্যায় “বৃক্ষ রোপনে পরিবেশ রক্ষার ভূমিকা “শীর্ষক আলোচনা সভা। প্রধান অতিথি জনাব শরিফ জামীল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাপা। ৩. ৩০ জুলাই সকাল ১০ টায় মাসব্যাপী বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন। উদ্বোধক গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অনির্বাণ লাইব্রেরির সম্মানীত উপদেষ্টা জনাব তপন কান্তি ঘোষ। সকল কর্মসূচি সফল করার জন্য অনির্বাণের সকল শুভাকাঙ্খীদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
জুলাই 2022 মাসের আগামী কর্মসূচি:
by Alamgir Hossen | Jul 28, 2022 | News, Notice, Ongoing Activity | 0 comments
Recent Comments