গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবার আওতায় এলাকার ৩০-৬০ বছর বয়সী মহিলাদের এক বিশেষ মেডিকেল ক্যাম্প গত ৪ মার্চ সকালে অনির্বাণ লাইব্রেরির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়,ঢাকা এবং পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে ক্যাম্পে প্রায় ৭০ জন রোগী স্বাস্থ্য সেবা গ্রহণ করে। এসময় রোগীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক কালিদাস চন্দ্র চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রামের বিভাগীয় সমন্বয়কারী জনাব মোঃ দারাশিকো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর অনির্বাণ লাইব্রেরির সম্মানীত আজীবন সদস্য উদয় মন্ডল, ডা: বাসুদেব রায়, অনির্বাণ লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ,হরিদাস দাশ, সঞ্জয় দাশ প্রমূখ। ক্যাম্পটির আয়োজন করার জন্য অনির্বাণ লাইব্রেরির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার ও স্যানেটারি ইন্সপেক্টর উদয় মন্ডলের প্রতি।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবার আওতায় ৪মার্চ অনির্বাণ লাইব্রেরিতে এক বিশেষ মেডিকেল অনুষ্ঠিত হয়।
by Alamgir Hossen | Mar 8, 2022 | News, Notice, Ongoing Activity | 0 comments
Recent Comments