খুলনা জেলার একমাত্র “ক” শ্রেনীর লাইব্রেরি হিসেবে এবারও অনির্বাণ লাইব্রেরি স্বীকৃত প্রাপ্ত। অনির্বাণ দেশের বৃহত্তম গ্রামীণ লাইব্রেরি। আর খুলনা জেলায় টানা চতুর্থ বার বাংলাদেশ সরকারের “ক” শ্রেনীর বেসরকারি লাইব্রেরির মর্যাদায় ভূষিত হয়েছে। এছাড়াও ইতিমধ্যে সামাজিক, সাংস্কৃতিক, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি সহ বহুমুখী একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে সমগ্র বিশ্বে পরিচিতি ও প্রশংসা লাভ করেছে।
খুলনা জেলার একমাত্র “ক” শ্রেনীর লাইব্রেরি হিসেবে এবারও অনির্বাণ লাইব্রেরি স্বীকৃত প্রাপ্ত :
by Alamgir Hossen | Aug 1, 2022 | News, Notice, Ongoing Activity | 0 comments

Recent Comments