সাম্প্রতিক সময়ে অনির্বাণ লাইব্রেরি ফেসবুক Group a সদস্য সংখ্যা বেড়েছে অনেক। বহু গণ্যমান্য ব্যক্তি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে অনির্বাণের সাথে যুক্ত হয়েছেন। অনির্বাণের সদস্য যারা অনির্বাণকে ভালোবাসেন তারাই এই সকল গুণী ব্যক্তিদেরকে অনির্বাণে যুক্ত করেছেন এবং করছেন। তাদেরকে আন্তরিক ভাবে স্বাগত জানাচ্ছি।

অনির্বাণ সম্পর্কিত কিছু তথ্য আপনাদের অবগতির জন্য উপস্থাপন করা হলো :

১. এটি খুলনা জেলার পাইকগাছা উপজেলার মাহমুদকাঠী গ্রামে অবস্থিত গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের স্বীকৃতিপ্রাপ্ত একটি প্রথম শ্রেণীর বেসরকারী লাইব্রেরী। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠানটি আজ লাইব্রেরীর থেকেও বেশি কিছু, বলা যায় একটি সামাজিক আন্দোলনের নাম।

২. ১১ শতাংশ জমির উপর ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট নিজস্ব ভবনের তৃতীয় তলার কাজ চলছে যেটি এ বছরেই শেষ হবে বলে আশা করছি। প্রতি ফ্লোরের আয়তন প্রায় ২৬০০ স্কয়ার ফিট।

৩. গ্রাউন্ড ফ্লোরে ২৫০ দর্শক ধারন ক্ষমতা বিশিষ্ট একটি হল রুম (মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং সাউন্ড সিস্টেম সহ), একটি ডক্টরস চেম্বার এবং অফিস রুম রয়েছে।

৪. দ্বিতীয় তলায় লাইব্রেরী রুম, কম্পিউটার ল্যাব ( ১০ কি কম্পিউটারের ডেস্কটপ থাকলেও এই মুহূর্তে কম্পিউটার আছে পাঁচটি, এছাড়াও ল্যাপটপ আছে দুইটি, কম্পিউটার ল্যাপটিতে আরো কম্পিউটার যুক্ত করার মাধ্যমে দ্রুত আধুনিকায়ন করা হবে ), ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকের জন্য ২টি পৃথক রিডিং রুম এবং কমন ড্রইং এবং এটাস্ট বাথরুমসহ দুটি গেস্ট রুম রয়েছে। তৃতীয় তলায় সুপরিসর লাইব্রেরী রুমসহ পাঁচটি গেস্ট রুম থাকবে।

৫. একজন অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক দ্বারা ফ্রি ফ্রাইডে ক্লিনিক পরিচালিত হয় এবং অতিদরিদ্র ব্যক্তিদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

৬. মাধ্যমিক পর্যায়ে সাধারণ জ্ঞানের বিষয়ে পরীক্ষা নিয়ে মনিরউদ্দিন -অনির্বাণ বৃত্তি প্রদান করা হয়। এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে নীলসাগর- অনির্বাণ বৃত্তি প্রদান করা হলেও এটি নিয়মিত নয়। গত দুই বছর ধরে অনির্বাণ এর উদ্যোগে মাহমুদকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদেরকে দুই সেট স্কুলড্রেস দেওয়া হচ্ছে।

৭. অনির্বাণ লাইব্রেরী সংলগ্ন এলাকাকে পাখির অভয়াশ্রম হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এ লক্ষ্যে ৩০০০ মাটির পাত্র বিভিন্ন গাছে তুলে দেওয়া হয়েছে এবং পাখিদের জন্য তিনটি পৃথক স্থানে খাবার সরবরাহ করা হচ্ছে। প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়ে থাকে।

৮. অনলাইন এবং প্রিন্ট আকারে অনির্বাণ সাহিত্য সাময়িকী প্রকাশ হচ্ছে। আগস্ট সংখ্যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং বিজয় দিবস সংখ্যার জন্য লেখা আহবান করা হয়েছে। ধীরে ধীরে ম্যাগাজিনটিকে মানসম্পন্ন ত্রৈমাসিক সাহিত্য সাময়িকীতে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।

৯. অনির্বাণের স্বেচ্ছাসেবকদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ব্লাক-বেঙ্গল প্রজাতির একটি ছাগলের খামার এবং পুকুরে সমন্বিত হাঁস ও মাছ চাষের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পগুলিকে ধীরে ধীরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

১০. প্রাথমিকভাবে পাইকগাছা ও তালা উপজেলার বিধবা এবং স্বামীর সাথে থাকেন না এমন সংগ্রামী মায়েদেরকে সহায়তার জন্য সেলাই মেশিন বিতরণ, ছাগল এবং হাঁস মুরগি পালনে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৫ টি সেলাই মেশিন প্রদানের মাধ্যমে এই কর্মসূচি শীঘ্রই শুরু হবে।

১১. শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের কল্যাণে খাদ্য সরবরাহ সহ অন্যান্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

১২. করোণা এবং ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতিগ্রস্ত এলাকা বাসিকে প্রায় ত্রিশ লক্ষ টাকার ( খাদ্য, গৃহ নির্মাণ সামগ্রী এবং আমন ধানের বীজ) সহায়তা প্রদান করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মধ্যে ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গার্মেন্টস শ্রমিক পিতা-মাতার অগ্নিদগ্ধ ৫ বছরের শিশু মারিয়ার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করা হয়েছে। হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে চতুর্থ শ্রেণীর ছাত্রী নদীর চিকিৎসা সহায়তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

১৩. অনির্বাণ সংলগ্ন কপোতাক্ষ নদে একটি মাঝারি মানের টুরিস্ট বোট তৈরীর পরিকল্পনা রয়েছে, যাতে করে অনির্বাণ ভ্রমণকারীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নৌ ভ্রমণ এবং সুন্দরবন ভ্রমণের সুযোগ পান এবং এই অঞ্চলে সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের বিকাশ ঘটে।

১৪. অনির্বাণে বর্তমানে বইয়ের সংখ্যা সাত হাজারের কাছাকাছি। বিদ্যমান অবকাঠামোতে আরো চার হাজার বইয়ের স্থান সংকুলান হবে এবং তৃতীয় তলার কাজ শেষ হলে আরো দশ হাজার বই অনির্বাণে রাখা যাবে।

১৫. ছাত্র-যুবকদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব চালু করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের সর্বোচ্চ সুযোগ সৃষ্টি করার জন্য অনির্বাণ লাইব্রেরি ভবন এবং এর চারপাশের ৫০ মিটার পর্যন্ত ফ্রি ওয়াইফাই সংযোগ রয়েছে।

১৬. সপ্তাহে দুই দিন শিশুদেরকে ছবি আঁকা, নাচ এবং গান এর বিষয়ে শিশু একাডেমির আদলে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

১৭. অনির্বাণের দেড়শ স্বেচ্ছাসেবক নিয়ে স্বেচ্ছায় রক্তদান সংগঠন “অনির্বাণ ব্লাড ফর লাইফ” কাজ করছে।

১৮. একজন লাইব্রেরিয়ান এবং একজন অফিস সহকারি কাম নাইট গার্ড এই দুইজন বেতনভুক্ত কর্মচারী রয়েছে প্রতিষ্ঠানটির। এর বাইরে ফ্রি ফ্রাইডে ক্লিনিক এর চিকিৎসকের জন্য একটা মাসিক সম্মানী দিতে হয়।

১৯. প্রতিষ্ঠানটিতে দাতা সদস্য, আজীবন সদস্য এবং সাধারণ সদস্য এই তিন ক্যাটাগরির সদস্য পদ রয়েছে। এছাড়াও অনির্বাণের ফেসবুক Group a  যুক্ত রয়েছেন ১৩ হাজারেরও বেশি ব্যক্তিবর্গ।

২০. অনির্বাণ এর কার্যক্রম কার্যকরী কমিটি এবং উপদেষ্টা পরিষদের মাধ্যমে পরিচালিত হলেও অনির্বাণ ছাত্র সংসদ কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংগ্রামী মায়েদের সহায়তার জন্য আরেকটি পৃথক সাব কমিটি রয়েছে। স্বাস্থ্য, সংস্কৃতি এবং পরিবেশ বিষয়ে ও পৃথক পৃথক সাব কমিটি রয়েছে‌। অনির্বাণ সাহিত্য-সাময়িকীর জন্য পৃথক একটি সম্পাদকমন্ডলী কাজ করে থাকেন।

২১. মানবিক তৎপরতা আরো জোরদার করার পাশাপাশি সারাদেশে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে লাইব্রেরী আন্দোলনকে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে শিক্ষা ও প্রযুক্তি ব্যবহারের সহায়তা করে মানবিকতার বিকাশ ঘটানোই অনির্বাণের লক্ষ্য।একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনের জন্য অনির্বাণ কাজ করে চলেছে। সকলের জন্য শুভকামনা।