দেশে ও বিদেশে যারা অনির্বাণ লাইব্রেরির সদস্য, দাতা, শুভাকাঙ্ক্ষী এবং যারা অনির্বাণ লাইব্রেরি কার্যক্রমকে ভালোবাসেন ও সমর্থন করেন তাদেরকে নিয়ে এই লাইব্রেরি গঠিত। ১৯৯০ সালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার মাহমুদকাটি গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়। বই পড়া, পাঠচক্র আয়োজন ,ইংরেজি ভাষা শিক্ষা সহ  বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জাতীয় দিবস উদযাপনের মধ্য দিয়ে এই লাইব্রেরীর কার্যক্রম শুরু হয়। ধীরে ধীরে কার্যক্রমের প্রসার ঘটে। বর্তমানে আট হাজারের ও বেশি বই সমৃদ্ধ লাইব্রেরী স্বাভাবিক কর্মকান্ড ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা, সাংস্কৃতিক প্রশিক্ষণ ও চর্চা, বয়স্ক শিক্ষা, শিক্ষা সহায়তামূলক বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান,ও স্কুল ড্রেস বিতরণ সহ শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদেরকে সহায়তা, সৃজনশীলতার উৎকর্ষের জন্য মাসিক সাময়িকী প্রকাশ, অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র ,খাদ্য সামগ্রী ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ,ফ্রি-ফ্রাইডে ক্লিনিক এর মাধ্যমে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান, বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষা, স্বেচ্ছায় রক্তদান, কৃষকদেরকে আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান সহ বিনামূল্যে ধানবীজ বিতরণ নানা বিধ কর্মসূচি প্রতিষ্ঠান-টি কর্তৃক পরিচালিত হচ্ছে।