বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়াটারকিপারস বাংলাদেশ’, অনির্বাণ লাইব্রেরি এবং নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন’-এর পক্ষ থেকে ‘নদ-নদী ও পরিবেশ সুরক্ষায় স্থানীয় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা অনির্বাণ লাইব্রেরির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের বর্তমান সভাপতি ওমর ফারুক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন । এসময় অনির্বাণ লাইব্রেরির প্রতিষ্ঠাতা ঢাকা ডিআইজি রেলওয়ে পুলিশ, হেডকোয়ার্টার্স জয়দেব কুমার ভদ্র কর্মশালায় ভারচুয়ালি যোগদান করেন।এছাড়াও কর্মশালায় খুলনা জেলার কপিলমুনি, পাইকগাছা ও কয়রা এবং সাতক্ষীরা জেলার তালা, পাটকেল ঘাটা ও আশাশুনি প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের প্রতিনিধিরা অংশ নিবেন।
বিকালে অনির্বাণ ট্যুরিস্ট বোটে নেতৃবৃন্দরা কপোতাক্ষ নদ ভ্রমণ ও নদী ভাঙ্গন পরিদর্শন করেন।