ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে এবং মুন্সি আফজাল হোসেন ও সেলিমা খাতুন ফাউন্ডেশনের সৌজন্যে গত ১৫-১০-২০২২ অনির্বাণ লাইব্রেরি প্রাঙ্গনে ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভিকাল ক্যান্সারের উপর একটি স্ক্রীনিং প্রোগ্রাম,পরামর্শ সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ব্রেস্ট ও সার্ভিক্যাল ক্যান্সারের উপরে পরামর্শ সভায় মিলিত হন প্রফেসর ডা : তাসনিম আরা , এম বি বি এস, এম এস, পি এইচ ডি ক্যান্সার বিশেষজ্ঞ, আমেরিকা। উক্ত ক্যাম্পে ৪ জন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও ২ জন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রায় পাঁচ শতাধিক রোগীকে সেবা প্রদান করেন এবং ২ জন সার্ভিক্যাল ক্যান্সারের উপর শতাধিক রোগী পরিক্ষা করেন। এছাড়াও ক্যাম্পে সকল রোগীদের ইউনিমেড এন্ড ইউনিহেলথ এর সৌজন্যে ফ্রি ঔষধ প্রদান করা হয় এবং সার্ভিক্যাল টেস্টে পজেটিভ রোগীদের উন্নত চিকিৎসার জন্য উক্ত কোম্পানীর নিজস্ব অর্থায়নে ঢাকায় নেয়ার আশ্বাস প্রদান করেন। মহতী উদ্যোগের জন্য অত্র এলাকার মানুষ ইউনিমেড এন্ড ইউনিহেলথ এর স্বনামধন্য এম ডি জনাব এম মোসাদ্দেক হোসেন, জি এম আইউব আলী মোড়ল সহ কোম্পানীর সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে।
উনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে অনির্বাণ লাইব্রেরিতে ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভিকাল ক্যান্সারের উপর একটি স্ক্রীনিং প্রোগ্রাম,পরামর্শ সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প ::
by Alamgir Hossen | Oct 19, 2022 | News, Notice, Ongoing Activity | 0 comments

Recent Comments