অনির্বাণ লাইব্রেরির সম্মানীত দাতা সদস্য জনাব পারভেজ চৌধুরী ইফতার সামগ্রী ক্রয়ের জন্য অনির্বাণ সংলগ্ন চারটি মসজিদে প্রদান করলেন দশ হাজার টাকা। অনির্বাণ লাইব্রেরির কর্মকর্তাগন ৪টি মসজিদে ২৫০০ (দুই হাজার পাঁচ শত) টাকা করে মসজিদ কমিটির হাতে তুলে দেয়।
প্রতিটা মসজিদে জনাব পারভেজ চৌধুরী,তার বড় ভাই অনির্বাণের আর এক দাতা সদস্য জনাব জাকারিয়া চৌধুরী ও তাদের পরিচালিত জগদীশপুর,মাধবপুর,হবিগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান জাজ রটোফ্লেক্স সহ তাদের পরিবারের সকলের মঙ্গল কামনা ও বিশ্ববাসীর সুস্বাস্থ্য ও মঙ্গল ও কল্যান কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Recent Comments