অনির্বাণ লাইব্রেরি আম্ফানে ক্ষতিগ্রস্থ পাইকগাছা ও তালা উপজেলার অসহায় কিছু পরিবারের মাঝে দ্বিতীয় দফায় দুই লক্ষ টাকার গৃহ নির্মাণ সামগ্রী বিতরন করল। এই সকল অসহায় পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সিলেটের আলমপুরের জনাব আব্দুল কুদ্দুস রুবেল ( লাইব্রেরির দাতা সদস্য ) ১০০০০০/= টাকা। এছাড়াও হবিগজ্ঞ জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি জনাব নুর উদ্দীন বুলবুলের ভাগনী আয়শা খান, মেয়ে নাহিদা চৌধুরী ও তাদের কয়েকজন বন্ধু ( সকলেই যুক্তরাজ্য বসবাসরত ছাত্র-ছাত্রী ) ১০০০০০/= টাকা। এ সময় সাহায্য দাতা ও তাদের পরিবারের সকল সদস্যের মঙ্গল ও সু-স্বাস্থ্য কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়।
আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দ্বিতীয় দফায় টিন বিতরণ ।
by Alamgir Hossen | Jul 26, 2020 | News, Notice, Ongoing Activity | 0 comments
Recent Comments