১৯ শে ফেব্রুয়ারি দিন ব্যাপি অনির্বাণ লাইব্রেরির বিভিন্ন কর্মসুচীর মধ্যে সকালে কাকলি খান শুদ্ধ কৃষি গ্রীন রোড ,ঢাকা এর সৌজন্যে অসহায় বিধবাদের মাঝে সেলাই মেশিন বিতরন,প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি হবিগঞ্জ প্রেসক্লাব ও উপদেষ্ঠা অনির্বাণ লাইব্রেরি, সম্মানিত অতিথি জনাব মো ময়েজউদ্দিন,অবসর প্রাপ্ত সচিব ও অনির্বাণ লাইব্রেরির সম্মানীত উপদেষ্ঠা। দিনব্যাপি সকল আয়োজনে উপস্থিত ছিলেন লাইব্রেরির সম্মানিত প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় জয়দেব কুমার ভদ্র ,অ্যাডিশনাল ডিআইজি,রাজশাহী ও অনির্বাণের সম্মানীত উপদেষ্ঠা কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র।
অসহায় বিধবাদের মাঝে সেলাই মেশিন বিতরন
by Alamgir Hossen | Feb 21, 2021 | News, Notice, Ongoing Activity | 0 comments
Recent Comments