অল্প খরচে যদি সুন্দরবন ট্যুর করতে চান, অনির্বাণের সাপোর্ট নিতে পারেন।
খান জাহান আলীর মাজার, মাইকেল মধুসূদন দত্তের সাগরদাঁড়ি ঘুরে অনির্বাণে রাত্রি যাপন, পরের দিন অনির্বাণের বোট নিয়ে মাইকেলের কপোতক্ষ নদ দিয়ে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়ি এবং সুন্দরবন ঘুরে রাতে ফিরতে পারেন অথবা রাতে অনির্বাণে থেকে পরের দিন আশির দশকের প্রায় অবিকৃত একটি গ্রাম, যেখানে হিন্দু- মুসলিম ভাই- ভাইয়ের মতো থাকে, পরিদর্শন করে ঢাকায় ফিরে আসতে পারেন।
অনির্বানে আটটি গেস্ট রুম রয়েছে এটাস্ট বাথ সহ (দুটি এসি রুম), বোটে আরো তিনটি কেবিন আছে।
কমিউনিটি ট্যুরিজম হিসেবে আপনার অসাধারণ অভিজ্ঞতা হবে। গ্রামেই শীতের পিঠা-পুলিসহ সম্পূর্ণ অর্গানিক খাবারের ব্যবস্থা করা যাবে।
যোগাযোগ: প্রভাত দেবনাথ, সাধারণ সম্পাদক, অনির্বাণ লাইব্রেরী-০১৭২৭০৩৯৩৬৬
Recent Comments