অনির্বাণ সংগ্রামী মায়েদের সহায়তা কর্মসূচী শুভ উদ্বোধন অনুষ্টানে আজ ৩১/১০/২০২০ খ্রীঃ তারিখে সংগ্রামী বিধবা মায়েদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়। আজকে এই মহতি অনুষ্টানের অতিথিবৃন্দ-

# প্রধান অতিথি : জনাব মোঃ আনোয়ার ইকবাল মন্টু, চেয়ারম্যান পাইকগাছা উপজেলা ও সভাপতি বাংলাদেশ আওয়ামি লীগ পাইকগাছা উপজেলা শাখা।

# সম্মানিত অতিথি : জনাব কাকলি খান, শুদ্ধ কৃষি, গ্রীনরোড ঢাকা

# বিশেষ অতিথি : জনাব কালিদাশ চন্দ্র চন্দ্র, সভাপতি অনির্বাণ লাইব্রেরির কার্যকরী কমিটি।

# সভাপতি : জনাব কবরী রায়, সভাপতি নারি সহায়তা সেল, অনির্বাণ লাইব্রেরি।

এছাড়াও উপস্হিত অনির্বাণ লাইব্রেরির উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, ছাত্র সংসদের সদস্যবৃন্দ এবং পাইকগাছা উপজেলা ও তালা উপজেলা থেকে আগত সুধীবৃন্দ এবং সংগ্রামী অসহায় বিধবা মায়েরা।