চলতি অক্টোবর মাসের ৩১ তারিখে ১৫ জন মাকে ১৫ টি সিঙ্গার সেলাই মেশিন দিয়ে এই কর্মসূচি শুরু হবে।

সকাল ১০:৩০ এ একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মেশিনগুলি হস্তান্তর করা হবে।

কর্মসূচিতে অর্থায়ন করেছেন:

কাকলি খান, শুদ্ধ কৃষি, গ্রীন রোড, ঢাকা, আইয়ুব আলী মোড়ল হরিদাসকাটি, পাইকগাছা, খুলনা, হাসান বশির, ভূইয়াপাড়া, নারায়ণগঞ্জ, কবরী রায়, পাইকগাছা খুলনা এবং আব্দুল মজিদ, পাইকগাছা খুলনা। প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ।

জনাব ফরহাদ হাবিব, সিনিয়র ম্যানেজার, কর্পোরেট সেলস, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড; বাজারে স্বল্পতা থাকা সত্ত্বেও সেলাই মেশিন গুলি প্রাপ্তির ক্ষেত্রে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। তার প্রতিও আমরা কৃতজ্ঞ।

আমাদের কাছে এরকম সংগ্রামী তিনশত মায়ের তালিকা রয়েছে। আগামী দিনগুলিতে আমাদের কর্ম এলাকা এবং এই ধরনের মায়েদের সংখ্যা আরো বাড়বে বলে মনে হয়। আরো সহৃদয় ব্যক্তিদের সহায়তা পেলে আমরা কর্মসূচিকে বিস্তৃত করতে চাই। আগামীতে আরো অনেককে পাশে পাবো, এই আশাবাদ ব্যক্ত করছি।

আগামী ৩১ তারিখের জন্য নির্বাচিত মায়েদের তালিকা:

১. নাজমা আক্তার, স্বামী মৃতঃ লোকমান হাকিম শেখ, খাজরা, তালা

২. ছবিরন বেগম, স্বামী মৃতঃ হারুন শেখ, মাছিয়াড়া, পাইকগাছা।

৩. তানজিলা বেগম, স্বামী: গনি গাজী, কানাইদিয়া, তালা।

৪. ফাতেমা বেগম, স্বামী মৃতঃ আলমগীর বিশ্বাস, বালিয়া, তালা।

৫. মেরিনা রানী দত্ত, স্বামী মৃত গোপাল দত্ত, মাহমুদকাটি, পাইকগাছা

৬. সকিনা বেগম, স্বামী মৃতঃ ইমদাদুল গাজী, শাহপুর, তালা

৭. চন্দনা কুণ্ড, স্বামী মৃত অরুণ কুন্ডু, রহিমপুর, পাইকগাছা।

৮. মর্জিনা খাতুন, স্বামী মৃতঃ রশীদ মোড়ল, সোনাতনকাটি, পাইকগাছা।

৯. চায়না খাতুন, স্বামী: গজালী সরদার, হরিদাসকাটি, পাইকগাছা।

১০.হোসনেয়ারা বেগম, স্বামী মৃতঃ নজরুল ইসলাম, আটারই, জিয়ালা নলতা, তালা।

১১. শুকুলি দফাদার, স্বামী মৃত: সঞ্জয় কুমার মল্লিক, কপিলমুনি,পাইকগাছা।

১২. রোকেয়া বেগম, স্বামী কাজী মোকাররম, গদাইপুর, পাইকগাছা।

১৩.অনিতা রানী মন্ডল, স্বামী হারান চন্দ্র ঢালী, মঠবাটী, গদাইপুর, পাইকগাছা।

১৪. স্বপ্না মন্ডল, পিতা মৃত: দিলীপ মন্ডল, সরল, পাইকগাছা

১৫. জয়ন্তী মন্ডল, পিতা রবীন্দ্রনাথ মন্ডল, শচিয়ারবন্দ, পাইকগাছা।