অনির্বাণ লাইব্রেরি বিধবা এবং সঙ্গত কারণে স্বামীর সাথে থাকেন না, এমন মায়েদের, যারা সন্তান লালন পালনের জন্য কঠোর সংগ্রাম করছেন, তাদের পাশে দাঁড়াতে চায়। প্রাথমিকভাবে খুলনা জেলার পাইকগাছা উপজেলা এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলার মধ্যে এই কর্মসূচি সীমাবদ্ধ থাকবে।

এই দুই উপজেলায় অনির্বাণের ফেসবুক Group a প্রায় দেড় হাজার সদস্য যুক্ত রয়েছেন। প্রত্যেকের প্রতি অনুরোধ রইল যার যার এলাকায় এই ধরনের মায়েদের খুঁজে বের করে তাদেরকে অবহিত করবেন এবং তাদের তথ্য,তথ্যসংগ্রহকারীদের কাছে পৌছে দিতে সহায়তা করবেন। ।আমরা আশা করছি আগস্ট মাসেই আমরা কয়েকজন মাকে সেলাই মেশিন দিতে পারব। আমরা এজাতীয় মায়েদের একটি ডাটাবেজ তৈরি করতে চাই এবং সেখান থেকে ধাপে ধাপে যোগ্য সকলকে সহায়তার চেষ্টা আমাদের থাকবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সহায়তা একান্ত কাম্য। তথ্যসংগ্রহকারীদের নাম ও মোবাইল নং :

১।সভাপতি:কবরী সরকার (সহকারী লাইব্রেরিয়ান ,টাউন মা:বি: ,পাইকগাছা,খুলনা ।মোবা:০১৭১০-০২৪০২৭) ২। সহ-সভাপতি:মমতাজ পারভীন মিনু(সমাজকর্মী,পাইকগাছা,খুলনা । মোবা:০১৭১২-৪০৪২৪১ ) ৩। সাধারণ সম্পাদক : লতিকা রানী দাশ (সহকারী শিক্ষিকা ,দক্ষিণ সোনাতনকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় । মোবা:০১৭৫১-৫৫০২৪৬) ৪। সহ-সাধারণ সম্পাদক : সুপ্রিয়া মন্ডল (সমাজকর্মী। মোবা:০১৭৭১-৬০৪৬০১)

  • উপদেষ্টা : রহিমা আক্তার শম্পা (প্রধান শিক্ষিকা,মেহেরুন্নেছা মাধ্য: বালিকা বিদ্যালয়,কপিলমুনি ,পাইকগাছা,খুলনা ।মোবা:০১৭১৪-৬৪২২৪২)