অনির্বাণ লাইব্রেরীর উদ্যোগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জের বন্ধুদের সংগঠন হৃদ্যতা’র আর্থিক সহায়তায় মাহমুদকাটি নিকারী পাড়া জামে মসজিদে প্রতিদিন ইফতার ও মোয়াজ্জেমের একবছরের বেতনের আর্থিক সহায়তা প্রদান করেছে। যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান শাহীন, যুক্তরাষ্ট্র প্রবাসী বদরুল আলম শাহীন, মীর আবুল বাশার সোহেল ও শফিক মিয়া এ উদ্যোগ গ্রহণ করায় তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি অনির্বাণের সম্মানিত দাতা সদস্য ও উপদেষ্টা, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ কে। উল্লেখ্য গত কয়েক বছর ধরে তারা এ মহতী উদ্যোগ গ্রহণ করে চলেছেন। উক্ত মসজিদটি অনির্বাণের উদ্যোগে ও দাতা সদস্যদের আর্থিক সহযোগিতায় স্থাপন করা হয়।
অনির্বাণ লাইব্রেরীর উদ্যোগেযুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জের বন্ধুদের সংগঠন হৃদ্যতা’র আর্থিক সহায়তায় মাহমুদকাটি নিকারী পাড়া জামে মসজিদে আর্থিক সহায়তা প্রদান ।
by Alamgir Hossen | Apr 25, 2023 | News, Notice, Ongoing Activity | 0 comments
Recent Comments