অনির্বাণ লাইব্রেরি পরিদর্শনে এলেন লতা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাবু চিত্তরঞ্জন মন্ডল সহ কয়েকজন ওয়ার্ড সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাবৃন্দরা। এসময় চেয়ারম্যান বাবু চিত্তরঞ্জন মন্ডল,শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস ,শিক্ষক নিত্তরঞ্জন বাছাড় ও ওয়ার্ড সদস্য কৃষ্ণ রায় অনির্বাণের সাধারন সদস্য পদ গ্রহন করেন। অনির্বাণের পক্ষ থেকে তাদের কে জানাই অান্তরিক অভিনন্দন। তাদের সফরের জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাই অনির্বাণের সদস্য শিক্ষক সিরাজুল ইসলাম সিরাজকে।
অনির্বাণ লাইব্রেরি পরিদর্শন
by Alamgir Hossen | Dec 18, 2020 | News, Notice, Ongoing Activity | 0 comments
Recent Comments