১৯-০৮-২০২০ তারিখ রোজ বুধবার  সন্ধ্যায় অনির্বাণ লাইব্রেরি পরিদর্শন করেন দাতা সংস্থা কে এন এইচ জার্মানির একটি প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন সংস্থার কান্ট্রি কো- অর্ডিনেটর অনির্বাণের সদস্য মারুফ রুমি মোমতাজ, ন্যাশনাল কো- অর্ডিনেটর স্যাটিল্ভা টিনা বৈদ্য,কর্মসুচী সমন্বয়কারী মো: মনিরুজ্জামান, ফিন্যান্স কো-অর্ডিনেটর চয়ন চক্রবর্তী ও লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। দলটি এসময় লাইব্রেরির কার্য্যকারী কমিটির সভাপতি অধ্যাপক কালিদাস চন্দ্র চন্দ্রের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক অনির্বাণের সম্মানীত উপদেষ্ঠা নিখিল চন্দ্র ভদ্র ও জাতীয় দৈনিক ডেইলি স্টারের চিফ রিপোর্টার পার্থ প্রতিম ভট্টাচার্য্য।