অনির্বাণ লাইব্রেরির বহুমূখী কর্মসুচীর মধ্যে একটি ব্যতিক্রমী কর্মসূচী হলো পাখিদের অভয়ারণ্য সৃষ্টি । এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পাইকগাছা উপজেলার নির্বাহী অফিসার এবি এম খালিদ হোসেন সিদ্দিকী। মাহমুদকাটি সহ এলাকার বিভিন্ন গাছে স্থাপন করা হবে ৩০০০ টি নিরাপদ বাসা। উক্ত কার্যক্রমের আর্থিক সহযোগিতা প্রদান করেন অনির্বাণ লাইব্রেরির উপদেষ্টা দাতা সদস্য ও উত্তরা আবাসন প্রকল্পের এমডি জনাব মোশারফ হোসেন বাবু এবং তাসনুভা শামীম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব সাগর আহমেদ শামীম।