অনির্বাণ লাইব্রেরির ২০২১ সালের বার্ষিক সাধারণ সভা অনির্বাণের নিজস্ব মিলনায়তনে কার্যকারী কমিটির সম্মানীত সভাপতি অধ্যাপক কালিদাস চন্দ্র চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সকল সম্পাদক মন্ডলি ২০২১সালের বার্ষিক রিপোর্ট পেশ ও আগামী ২০২২ সালের পরিকল্পনা লিখিত ভাবে পেশ করেন। সভায় কার্যকারী কমিটির এলাকার বাইরের সদস্য বৃন্দরা জুমের মাধ্যমে যোগদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে যোগদান করেন লাইব্রেরির অন্যতম প্রতিষ্ঠাতা রাজশাহী রেঞ্জের এডিশনাল ডি আই জি শ্রদ্ধেয় দাদা জয়দেব কুমার ভদ্র।
অনির্বাণ লাইব্রেরির ২০২১ সালের বার্ষিক সাধারণ সভা:
by Alamgir Hossen | Jan 8, 2022 | News, Notice, Ongoing Activity | 0 comments

Recent Comments