অনুষ্ঠান ঢাকা’স্থ বিশ্ব সাহিত্য অনির্বাণ লাইব্রেরির সাহিত্য সাময়িকী “অনির্বাণ” এর পাঠ উন্মোচন কেন্দ্রে জনাব অশোক মাধব রায় অবসর প্রাপ্ত সচিব , নৌ পরিবহন মন্ত্রনালয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাননীয় সচিব ,লাইব্রেরির সম্মানীত উপদেষ্ঠা জনাব শেখ ইউসুফ হারুন,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় সচিব ,লাইব্রেরির সম্মানীত উপদেষ্ঠা জনাব তপন কান্তি ঘোষ,লাইব্রেরির সম্মানিত সদস্য প্রখ্যাত সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, লাইব্রেরির উপদেষ্ঠা পার্থ সারথি রায়, জি এম, পেট্রোকেম বাংলাদেশ লি:। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লাইব্রেরির সম্মানিত উপদেষ্ঠা কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র, সাংবাদিক রাহুল রাহা,সাময়িকীর সম্পাদক মন্ডলির সদস্য অমিত রঞ্জন দে, সাকিলা পারভীন, মিঠু কবির,লাইব্রেরির আজীবন সদস্য আইয়ুব আলী মোড়ল ,কাকলি খান, সাঈদ হোসেন ,জাহাঙ্গীর আলম আব্দুল্ল্যাহ আল মামুন,জি এম আমিনুল ইসলাম, তুহিন পারভেজ,সানজিদুল হাসান সহ অনির্বাণের প্রায় দুই শতাধিক শুভাকাঙ্খি।
অনির্বাণ লাইব্রেরির সাহিত্য সাময়িকী “অনির্বাণ” এর পাঠ উন্মোচন
by Alamgir Hossen | Feb 3, 2021 | News, Notice, Ongoing Activity | 0 comments

Recent Comments