সদ্য ডি আই জি পদে পদোন্নতি প্রাপ্ত অনির্বাণ লাইব্রেরির সম্মানীত প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় জয়দেব কুমার ভদ্র নিজ গ্রাম সফর করেন। এসময় তিনি নিজ বাড়ি, গ্রামের প্রিয় শিক্ষকবৃন্দ , বন্ধু ও আত্মীয় স্বজন, নিজের হাতে প্রতিষ্ঠিত প্রিয় প্রতিষ্ঠান অনির্বাণ লাইব্রেরি এবং অনির্বাণের প্রয়াত সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনিছুর রহমানের পরিবারের সাথে দেখা করেন এবং তার কবরে গিয়ে নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার আত্মার শান্তি কামনা করেন । এরপর অনির্বাণে আসেন এবং এক আনন্দ ঘন পরিবেশে অনির্বাণের কর্মকর্তারা ও গ্রাম বাসির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অনির্বাণ লাইব্রেরির পক্ষ থেকে এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনির্বাণ লাইব্রেরির সম্মানীত সভাপতি অধ্যাপক কালিদাস চন্দ্র চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আনোয়ার ইকবাল মন্টু।
অনির্বাণ লাইব্রেরির সম্মানীত প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় জয়দেব কুমার ভদ্রকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়-
by Alamgir Hossen | May 18, 2022 | News, Notice, Ongoing Activity | 0 comments
Recent Comments