অনির্বাণের কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দাতা সদস্যদের এবং আজীবন সদস্যদের নাম সম্বলিত বোর্ড অনির্বাণের হলরুমে স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেমন হলো নিচের বোর্ডটি? দেশের বিভিন্ন প্রান্তের মানুষ রয়েছে এখানে। এই বোর্ডটিই অনির্বাণের প্রকৃত প্রতিনিধি। যারা অনির্বাণকে আঞ্চলিক প্রতিষ্ঠান ভাবেন, এই বোর্ডটি তাদের ভুল ভাঙাতে পারবে ।