১৬-১১-২০২০ ইং তারিখ রোজ সোমবার অনির্বাণ লাইব্রেরির ২য় তলায় মুক্তিযুদ্ধ পাঠ কক্ষের শুভ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব,অনির্বাণ লাইব্রেরির সম্মানীত উপদেষ্ঠা জনাব তপন কান্তি ঘোষ। উদ্বোধন শেষে অনির্বাণ লাইব্রেরির অডিটোরিয়ামে অনির্বাণ লাইব্রেরির ম্যাগাজিন ”শোকাবহ আগস্ট” দিয়ে অনির্বাণ লাইব্রেরির কার্যকরী কমিটির সম্মানীত সভাপতি অধ্যাপক কালিদাস চন্দ্র চন্দ্র তাকে সংবর্ধিত করেন। তিনি লাইব্রেরির বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে মত বিনিময় করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সাধারণ সম্পাদক অব: প্রধান শিক্ষক গণেশ চন্দ্র ভট্টাচার্য , উপদেষ্টা: সমিরণ দে ,উপদেষ্টা: ও কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সহ-সভাপতি ডা: বাসুদেব রায় ও মানিক ভদ্র, শিক্ষা ও গবেষণা সম্পাদক ও যশোর এম এম কলেজের সহকারী অধ্যাপক বিধান চন্দ্র ভদ্র , হিসাব নিরীক্ষা বিষয়ক সম্পাদক অবঃ শিক্ষক গোবিন্দ পদ বসু , আরও উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যবৃন্দ সহ ছাত্র সংসদের সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন অনির্বাণ লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত কুমার নাথ ।
অনির্বাণ লাইব্রেরির মুক্তিযুদ্ধ পাঠ কক্ষের শুভ উদ্বোধন।
by Alamgir Hossen | Nov 17, 2020 | News, Notice, Ongoing Activity | 0 comments
Recent Comments