০৬-১০-২০২২ তারিখ সকাল ১০ ঘটিকায় অনির্বাণ লাইব্রেরির মিলনায়তনে উপকূল ও পরিবেশ রক্ষায় করনীয় বিষয়ে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারচুয়ালি যোগদান করেন বাপা”র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব শরীফ জামিল , অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত অধ্যাপক অনির্বাণের উপদেষ্টা যামিনী সরকার , উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক অনির্বাণ লাইব্রেরির উপদেষ্টা নিখিল চন্দ্র ভদ্র,ডা: প্রভাত সরকার, ডা মহুয়া চন্দ্র, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন । এসময় বকুল ট্রি নামে খ্যাত সিদ্দিক মোড়ল কয়েকটি তালের চারা রোপণ করেন।
অনির্বাণ লাইব্রেরির মিলনায়তনে উপকূল ও পরিবেশ রক্ষায় করনীয় বিষয়ে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা
by Alamgir Hossen | Oct 6, 2022 | News, Notice, Ongoing Activity | 0 comments
Recent Comments