অনির্বাণ লাইব্রেরির উদ্যোগে ও পেনিন চূলা ওয়েল ফেয়ার ট্রাস্টের সৌজন্যে কপিলমুনি মেহেরুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়কে মূল্যবান প্রায় দেড় লক্ষাধিক টাকার বই প্রদান করা হলো। উক্ত বিদ্যালয়ের মিলনায়তনে রহিমা আখতার শম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে অনির্বাণ লাইব্রেরির কর্মকর্তা বৃন্দরা, সুধী সমাজ, সাংবাদিক বৃন্দরা, শিক্ষক,ব্যবসায়ী সহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অনির্বাণের অন্যতম প্রতিষ্ঠাতা ডি আই জি শ্রদ্ধেয় জয়দেব কুমার ভদ্র।অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি উক্ত ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও অনির্বাণের সম্মানিত দাতা সদস্য জনাব মোঃ মনোয়ারুল হক ও তার সহধর্মিণী নাগমা আক্তারের প্রতি ।
অনির্বাণ লাইব্রেরির উদ্যোগে ও পেনিন চূলা ওয়েল ফেয়ার ট্রাস্টের সৌজন্যে কপিলমুনি মেহেরুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়কে মূল্যবান প্রায় দেড় লক্ষাধিক টাকার বই প্রদান
by Alamgir Hossen | Aug 26, 2023 | Ongoing Activity, Uncategorized | 0 comments
Recent Comments