অনির্বাণ লাইব্রেরির উদ্যোগে হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার ৮৪৫ জন বন্যার্তদের মাঝে ৭ লাখ ৫ হাজার টাকার ত্রান সামগ্রী বিতরন করা হয়। সিলেট রেঞ্জ পুলিশের এসপি ( সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) জনাব মোঃ নুরুল ইসলাম ও অনির্বাণ লাইব্রেরির সম্মানীত উপদেষ্টা ও দাতা সদস্য জনাব মোহাম্মদ নাহিজ এর তত্ত্বাবধানে গত কয়েকদিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে অসহায় মানুষের তালিকা তৈরি করে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অনির্বাণের বিভিন্ন পর্যায়ের সদস্যগন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ,পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন বানিয়াচং- আজমিরীগঞ্জ সার্কেল ও দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ হবিগঞ্জ জেলা পুলিশ।