ঢাকা মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক সুমগ্না রশিদ তার পিতা মৃত এবি এম আব্দুর রশিদের সংগৃহিত ২৯০ টি মূল্যবান বই অনির্বাণ লাইবেরিতে প্রদান করেন। লাইব্রেরিতে বই গুলি আসার পর অনির্বাণের প্রতিনিধিরা আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেন। এসময় সুমগ্না রশিদের পিতা ও মাতার আত্নার শান্তি এবং তার ও পরিবারের সকল সদস্যের সুস্থতা ও মঙ্গলময় জীবনের কামনা করা হয়।