অনির্বাণ ফ্রি ফ্রাইডে ক্লিনিকে প্রতি শুক্রবার অসংখ্য রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করছে। একজন এম বি বি এস ডাক্তার অনুপ কুমার দাশ সহযোগী ডাক্তার বাসুদেব রায় ছাড়াও সহকারী হিসেবে পরিতোষ পাল, আলমগীর হোসেন ও বিশ্বজিৎ দেবনাথ সহযোগিতা করে চলেছেন। এখানে দেশের স্বনামধন্য দুটি ঔষধ কোম্পানী স্কয়ার ও ইউনিমেড এন্ড ইউনিহেলথ বিনামূল্যে দীর্ঘদিন ধরে ঔষধ প্রদান করে চলেছে। এখানে রোগীদের প্রাথমিক পরিক্ষার সরঞ্জাম প্রদান করে চলেছেন অনির্বাণের সম্মানিত দাতা সদস্য জনাব মোশাররফ হোসেন বাবু ও জনাব আইউব আলী মোড়ল। এই ক্যাম্পের ডাক্তার সহ বিভিন্ন খরচ প্রদান করে চলেছেন অনির্বাণের সম্মানিত দাতা সদস্য জনাব শেখ মহিউদ্দিন আহমেদ ও দাতা সদস্য জনাব আশীষ কুমার বণিক। সকলের প্রতি অনির্বাণ ও এলাকাবাসী অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে।
অনির্বাণ ফ্রি ফ্রাইডে ক্লিনিক
by Alamgir Hossen | Jul 10, 2024 | News, Notice, Ongoing Activity | 0 comments

Recent Comments